উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে শিলিগুড়ি পৌঁছে মুখ্যমন্ত্রী যোগ দেন শিল্প সম্মেলনে। উত্তরবঙ্গে শিল্প সম্মেলন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সেখানকার শিল্পপতিরা।
মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার তৈরি করা হবে। শিলিগুড়িতে শিল্প বিনিয়োগ পরিবেশ তৈরি করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কনভেনশন সেন্টারের জন্য জমি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ থেকে দিঘা জগন্নাথের মন্দির যাওয়ার জন্য ৬টি ভলভো বাস চালু করা হচ্ছে। বুধবার বাসগুলির উদ্বোধন করা হবে।
বুধবার ডাবগ্রাম ফুলবাড়ীতে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.