রাজ্যে টিকা উৎপাদন কেন্দ্র তৈরিতে জমি দিতে চেয়ে মোদীকে চিঠি মমতার

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টিকা চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মোদীকে প্রস্তাব দিয়েছেন, প্রয়োজনে টিকা উৎপাদন করার প্লান্টের জন্য জমি দেবে রাজ্য। চিঠিতে তিনি লেখেন, রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হয়নি। রাজ্যে ১০ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের আবেদন করেন তিনি।

দেশি সংস্থা ছাড়াও বিদেশি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিকে আরও বেশি করে ডোজ তৈরীর বরাত দেওয়া হোক। চিঠিতে আবেদন মুখ্যমন্ত্রীর। জানিয়েছেন, বিদেশি বা দেশি সংস্থা করোনা ভ্যাকসিন তৈরির কারখানা করতে চাইলে বাংলাতে জমি দেওয়ার সব ব্যবস্থা প্রস্তুত।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লেখেন মমতা ব্যানার্জি। দেশবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার দাবি করেছিলেন তিনি। এছাড়াও রাজ্যে কোভিড রোগীদের জন্য শয্যা বাড়ানোর আবেদনও করেছিলেন তিনি। কোভিডের চিকিৎসায় অক্সিজেন চেয়েও চিঠি দিয়েছিলেন মমতা। এরপর কোভিড মোকাবিলায় একের পর এক চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি তিনি কোভিডে ব্যবহৃত সরঞ্জামে করের ছাড় দেওয়ার আবেদন করেছিলেন। এরপর ফের করোনা নিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.