চিন সফরে মুখ্যমন্ত্রী

রাজ্যে বিনিয়োগ আনতে চিন সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, আগামী জুন মাসের শেষে মুখ্যমন্ত্রীর চিন সফরে যাওয়ার কথা। তাঁর সঙ্গে রাজ্যের শিল্পপতিদের একটা প্রতিনিধি দলও চিনে যাবে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া রাজ্য শিল্প সম্মেলনে চিন থেকে বণিক প্রতিনিধিদের একটা বড় দল রাজ্যে এসেছিল। তখনই তাঁরা মুখ্যমন্ত্রীকে চিনে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন। মখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে বিনিয়োগ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে লন্ডন, সিঙ্গাপুর সফরে গিয়েছেন। ক্ষুদ্র ম্যানুফ্যাকচারিং শিল্পে চিন এই মুহূর্তে বিশ্বে এক নম্বর। এরাজ্যেও ক্ষুদ্র শিল্পে জোর দেওয়ার জন্য বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে তাঁর চিন সফর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেই মনে করছে বণিক মহল।

Leave A Reply

Your email address will not be published.