সুজিত বসু দমকল, তাপস রায় পরিকল্পনা ও পরিষদীয়, রত্না ঘোষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নির্মল মাজি শ্রম দফতরের দায়িত্ব পেলেন

নতুন কারা মন্ত্রী হবেন তা ঠিক হয়ে গিয়েছিল বুধবারই। বৃহস্পতিবার রদবদল হয়ে গেল রাজ্য মন্ত্রিসভায়। বৃহস্পতিবার দুপুরে রাজভবনে পরপর শপথ নেন রাজ্যের নতুন চার মন্ত্রী তাপস রায়, সুজিত বসু, রত্না কর ঘোষ এবং নির্মল মাজি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে দেওয়া দমকল দফতরের দায়িত্ব পেয়েছেন সুজিত বসু। তাপস রায় পরিকল্পনা এবং পরিষদীয় দফতরের মন্ত্রী হলেন। রত্না কর ঘোষকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্মল মাজিকে শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এর পাশাপাশি দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্যের। তাঁকে দেওয়া হয়েছে আবাসন দফতরের দায়িত্ব।

Comments are closed.