ট্যুইটার ছাড়ছেন ‘বিশিষ্ট’রা! হুড়হুড়িয়ে কমছে ব্লু টিক সাবস্ক্রাইবারের সংখ্যা; প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

এলন মাস্ক ট্যুইটার কেনার পরেই একগুচ্ছ বদল এনেছিলেন। যার মধ্যে অন্যতম ছিল, ব্লু টিক পেতে গেলে মাসে মাসে একটি টাকা গুনতে হবে। টাকার বিনিময়ে যে কোনও ইউজারই ব্লু টিক ব্যবহার করতে পারবেন। নতুন এই পরিষেবা চালুর পর প্রাথমিকভাবে দেড় লক্ষ্য ট্যুইটার ব্যবহারকারী টাকার বিনিময়ের ব্লু টিক সাবস্ক্রিপশন নিয়ে ছিলেন। কিন্তু সম্প্রতি এক তথ্য প্রকাশ্যে এসেছে। যাতে দেখা যাচ্ছে, প্রাথমিকভাবে ট্যুইটারে প্রায় দেড় লক্ষ্য ইউজার টাকার বিনিময়ে এই ব্লু টিক পরিষেবা নিলেও পরে সেই দেড় লক্ষ্য ব্যবহারকারীদের মধ্যে অনেকেই আর ব্লু টিক রাখেন নি। সাবস্ক্রিপশন ক্যানসেল করেছেন।

ওই পরিসংখ্যানে দাবি করা হয়েছে, দেড় লক্ষ্য ইউজারের মধ্যে ৮০ হাজারই ব্লু টিক সাবস্ক্রিপশন বাতিল করেছেন। বলা হচ্ছে, ৩০ এপ্রিল পর্যন্ত ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৮,১৫৭ জন। আর এখনও পর্যন্ত ব্লু টিক সাবস্ক্রিপশন বাতিল করেছেন ৮১,৮৪৩ জন। শতাংশের হিসেবে ৫৪.৫%।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাস নাগাদ ট্যুইটারের দায়িত্ব নেন টেসলা কর্তা এলন মাস্ক। তার পর মাইক্রো ব্লগিং সাইটির একের পর এক বদল এনে কার্যত শিরনাম তৈরি করছেন। কয়েকদিন আগেই টাকা না দেওয়ায় পৃথিবীর তাবড় তাবড় বিখ্যাত ব্যক্তির ব্লু টিক সরিয়ে দিয়েছিল ট্যুইটার। দেশের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাহুল গান্ধী, শারুখ খান,অমিতাভ বচ্চন, কে ছিলেন না সেই তালিকায়। যা নিয়ে বেশ হইচই শুরু হয়েছিল। তবে এসবের মধ্যেই ট্যুইটারে এভাবে ব্লু টিক সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাওয়া কি এলন মাস্ককে বিচলিত করবে? প্রশ্ন এখন সেটাই।

 

Comments are closed.