ফের কংগ্রেসে ভাঙন, মালদহ উত্তরের সাংসদ এবং গনির ভাগ্নি মৌসম বেনজির নূর যোগ দিলেন তৃণমূলে

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। মালদহ উত্তর কেন্দ্রের কংগ্রেস সাংসদ এবং গনি খানের ভাগ্নি মৌসম সোমবার সন্ধ্যায় কলকাতায় নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। স্বাভাবিকভাবেই মৌসমই আসন্ন লোকসভা ভোটে মালদহ উত্তর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন তা এদিন এক প্রকার নিশ্চিত হয়ে গেল। এর ফলে মালদহে বড় ধাক্কা খেল কংগ্রেসও।
কয়েক দিন আগেই তৃণমূলের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার মৌসমকে কংগ্রেস থেকে দলে এনে রাজ্য রাজনীতিতে বড় চমক দিল তৃণমূল। বিশেষ করে মৌসম যোগ দেওয়ায় কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহে তৃণমূলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস রাজ্যে ৩৪ টি আসন পেলেও, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের ৬ টি আসনের মধ্যে একটিও জিততে পারেনি। তারপর থেকেই এই তিন জেলার আসনগুলিতে বাড়তি নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গনি খানের এক ভাই যোগ দিয়েছেন তৃণমূলে। এবার মৌসম বেনজির নূরের তৃণমূলে যোগ দেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
মালদহ উত্তর লোকসভা এলাকায় ইতিমধ্যেই অনেকটাই শক্তিবৃদ্ধি করেছে বিজেপি। এই পরিস্থিতিতে গনি পরিবারে ভাঙন ধরিয়ে মৌসমকে দলে আনার ফলে মালদহ উত্তর তো বটেই গোটা জেলাতেই রাজনৈতিক ভারসাম্য অনেকটাই পালটে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Comments are closed.