কংগ্রেসের ‘গরিবি হঠাও’ বা বিজেপির ‘আচ্ছে দিন’ স্লোগানের মতোই আবারও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চাইছে কংগ্রেস। এমনই ভাষায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বিঁধলেন বিএসপি নেত্রী মায়াবতী। আসন্ন লোকসভা সামনে রেখে সোমবার রায়পুরে জনসভায় কংগ্রেস সভাপতি ঘোষণা করেন, ২০১৯-এ ক্ষমতায় এলে কংগ্রেস সরকার দেশের মামুষের জন্য নূন্যতম আয়ের গ্যারান্টি দেবে। দেশের মানুষকে আর অনাহার থাকতে হবে না বলে প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী।
কংগ্রেস সভাপতির এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মায়াবতীর পরামর্শ, আগে দারিদ্র দূরীকরণের জন্য স্কিম নিয়ে আসুন কংগ্রেস সভাপতি, তারপর দারিদ্র দূরীকরণের কথা ঘোষণা করুন। মায়াবতী আরও বলেন, মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়, যে রাজ্যগুলিতে কিছুদিন আগেই সরকার গড়েছে কংগ্রেস, আগে সেখানের সাধারণ মানুষের স্বনির্ভরতার বন্দোবস্ত হোক। তিনি মনে করেন, কংগ্রেস সরকারের উচিত ওই তিন রাজ্যের মানুষের মনে আগে বিশ্বাসযোগ্যতা তৈরি করা।
Comments are closed.