মেডিক্যালে টসিলিজুম্যাব গায়েব কাণ্ডে ডাক্তার দেবাংশীর বিরুদ্ধে পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

কলকাতা মেডিক্যাল কলেজে টসিলিজুম্যাব ইনজেকশন গায়েব কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য ভবন।

কয়েকদিন আগেই মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যায় করোনার ২৬ টি জীবনদায়ী ইনজেকশন। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

ঘটনায় নাম জড়িয়ে যায় শাসকদলের চিকিৎসক নেতা নির্মল মাজি ঘনিষ্ঠ ডাক্তার দেবাংশী সাহার। ঘটনায় সিসিইউ এর সিস্টার ইনচার্জের সঙ্গে দেবাংশী সাহার কথোপকথনের একটি অডিও প্ৰকাশ পায়। সেই অডিও টেপের সত্যটা যাচাই করেনি TheBengalStory.

ইনজেকশন গায়েব কাণ্ডের তদন্তে ২ টি কমিটি গঠন করা হয়। একটি কমিটি গঠন করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে জানা যায়, হাসপাতালের নিয়ম না মেনে টসিলিজুম্যাব নেওয়া হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে বিভাগীয় পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments are closed.