অর্ডার দিলেই এবার আকাশপথে ড্রোনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে ওষুধ

আকাশপথে এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে ওষুধ। ড্রোনের মাধ্যমে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কানহাইয়া লাইফ কেয়ার মেডিসিন নামে এক সংস্থা। ফেসবুকের মাধ্যমে প্রচার চালাচ্ছে এই সংস্থা। মঙ্গলবার হুগলি জেলার হিন্দমোটর থেকে  ড্রোনের মাধ্যমে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু হয়।

 

 

 

ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে কোনও কমেন্ট করলেই সেখানে একটি হোয়াটসআপ নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। বলে দেওয়া হচ্ছে ওষুধ অর্ডার করলেই ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। ০৭৫৯৬০৮৬৫৬৭ হোয়াটসআপ নম্বরের যোগাযোগের কথা বলা হয়েছে। ফেসবুকে দুটি ভিডিও পোস্ট করা হয়।

আপাতত হুগলী থেকে হাওড়া পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। ড্রোনের মাধ্যমে জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়া হবে। তবে এখন হুগলী ও হাওড়ার মধ্যে এই পরিষেবা শুরু হলেও ভবিষ্যতে অন্য জেলাগুলিতেও ড্রোনের মাধ্যমে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে।

জানা গিয়েছে ১৩২ মিটার উচ্চতায় উড়বে এই ড্রোন। ড্রোনের ওজন ৩২ কেজি। মাত্র ৮ মিনিট ২০ সেকেন্ডে হুগলী থেকে হাওড়া পৌঁছে যাবে ড্রোন। জানা গিয়েছে, এর আগেও কলকাতার কয়েকটি সংস্থার জন্য তৈরি করা হয় ড্রোন। কিন্তু সেগুলি অন্য কাজের জন্য। কিন্তু ড্রোনের মাধ্যমে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ এই প্রথম। কানহাইয়া মেডিসিনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

 

Comments are closed.