মেডিকেল কলেজের পড়ূয়াদের অনশনের পাশে দাঁড়িয়ে অ্যাকাডেমির সামনে সভা।

শুক্রবার ১১ দিনে পড়ল হোস্টেলের দাবিতে কলকাতা মেডিকেল কলেজের অনশনরত ডাক্তারি পড়ুয়াদের একাংশের অনশন আন্দোলন। এদিন আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে অ্যাকাডেমির সামনে মিলিত হন তাঁদের প্রতি সহমর্মী কিছু মানুষ। নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনার পর তাঁরা রাজভনে ডেপুটেশন দিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও পুলিশ তাঁদের রাজভবনে যাওয়ার অনুমতি দেয়নি। এদিনের সভায় সবাই অনশরত ছাত্রদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কর্তৃপক্ষের কাছে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন তাঁরা। অ্যাকাডেমির পাশাপাশি এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেডিকেল কলেজ পর্যন্তও একটি মিছিল বেরোয় আন্দোলনকারীদের সমর্থনে। অ্যাকাডেমির সামনে কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লিখিত বার্তা পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায়।

ইতিমধ্যেই প্রায় ২৫০ ঘণ্টা অতিক্রান্ত এই অনশন আন্দোলনের। কলকাতা মেডিকেল কলেজে একটি ১১ তলা ভবন তৈরি হয়েছে। সেখানেই পড়ুয়াদের হোস্টেল স্থানান্তরিত হওয়ার কথা। পড়ুয়াদের দাবি, প্রথমে ঠিক ছিল আবেদনের ভিত্তিতে সব বর্ষের পড়ুয়াকেই নয়া হোস্টেলে জায়গা দেওয়া হবে। পরে আলোচনা না করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে, কেবল প্রথম বর্ষের পড়ূয়াদেরই জায়গা দেওয়া হবে সেখানে। অভিযোগ, এর প্রতিবাদে পড়ুয়ারা আলোচনায় বসতে চাইলেও তাতে রাজি হননি কর্তৃপক্ষ। তাঁর প্রতিবাদেই ১১ দিন আগে শুরু হয় এই অনশন আন্দোলন।

Leave A Reply

Your email address will not be published.