সৌরশক্তি ব্যবহার করে সেচ, নদিয়ায় সোলার হাইব্রিড প্রকল্প পরিদর্শন মন্ত্রী শুভেন্দু অধিকারীর, দেখুন ফটো গ্যালারি

পৃথিবীকে সুস্থ রাখতে অচিরাচরিত শক্তির ব্যবহারই একমাত্র পথ, বলছেন গবেষকরা। কারণ তাতে দূষণের বালাই নেই। তেমনই একটি অচিরাচরিত শক্তি হল সৌরশক্তি। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার সৌর শক্তির ব্যাপক প্রসারে নজর দিয়েছে। এবার সৌর শক্তি ব্যবহার করে চাষের কাজেও নেমে পড়ল সরকার। শনিবার নদিয়ার ধুবুলিয়ায় এমনই সোলার হাইব্রিড প্রকল্প ঘুরে দেখলেন পরিবহণ এবং সেচ ও জলসম্পদ অনুসন্ধান দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

নদিয়ার ধুবুলিয়ায় ২৫০ বিঘা জমিতে অচিরাচরিত শক্তি ব্যবহার করে সেচের পাম্পসেট চালানোর প্রকল্পের কাজ চলছে। শনিবার সেই প্রকল্প পরিদর্শনে গিয়ে ইঞ্জিনিয়রদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের জানান, সোলার শক্তির বহুল ব্যবহারে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। নদিয়ার এই প্রকল্পে সাফল্য পাওয়ার পর, আরও বেশি কৃষি জমিতে সৌরশক্তির মাধ্যমে সেচের জল পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Comments are closed.