নিউ কোচবিহার স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশন করার পরিকল্পনা রেল মন্ত্রকের

উত্তরবঙ্গের নিউ কোচবিহার স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এর জন্য ২১০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। আন্তর্জাতিক মানের এই স্টেশন তৈরি করার জন্য ডিজাইন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞ টিম স্টেশন সহ সংলগ্ন রেলের জমি পরিদর্শন করেছে। ২০২৪ সালে মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপকুমার সিংহ জানিয়েছেন, নিউ কোচবিহার স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। স্টেশনের দুদিক দিয়েই যাত্রীরা ঢুকতে ও বেরোতে পারবেন। স্টেশনেই রেস্তরাঁ, শপিং সেন্টার গড়ে তোলা হবে। থাকবে ফুড প্লাজা। থাকবে ওষুধের দোকানও।

প্ল্যাটফর্মে যাওয়ার আগে ফুটওভার ব্রিজেই লাগেজ পরীক্ষা করা হবে। বেশ কয়েকটি আধুনিকমানের স্ক্যানার মেশিনবসানো হবে।

এছাড়াও কোচবিহার স্টেশনের বাইরে দুটি পার্কিং লটের ব্যবস্থা করা হবে। গোটা পার্কিং জোনকে শেড দিয়ে ঢেকে দেওয়া হবে।

Comments are closed.