ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিতালি রাজের, আবেগঘন পোস্ট করে ঘোষণা মহিলা ভারত অধিনায়কের

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। বুধবার টুইটের মাধ্যমে অবসর গ্রহণের কথা জানিয়ে দেন তিনি। তিনি লেখেন, বছরের পর বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ ৷ দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছি ৷ আপনাদের শুভেচ্ছা এবং সমর্থন চাই ৷

টুইটে তিনি জানিয়েছেন, ভারতের নীল জার্সি পরে অনেক ছোট বয়স থেকেই আমি যাত্রা শুরু হয়েছিল। এই সময় ভালো-খারাপ সব কিছুর সাক্ষী থেকেছি সময় এসেছে। গত ২৩ বছর আমার জীবনে সবচেয়ে আনন্দময় এবং চ্যালেঞ্জিং ছিল।

জীবনের সব যাত্রা একদিন না একদিন শেষ হয়। আমার ক্রিকেট জীবের যাত্রাও সেই রকমভাবেই শেষ হল। যখনই আমি মাঠে নেমেছি। আমি আমার সেরা পারফর্মমেন্স দিয়েছি। বিসিসিআই সম্পাদক জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

টুইটে তিনি জানিয়েছেন, এই সময়টাই অবসর নেওয়ার জন্য ঠিক সময়। এখন ভারতীয় দল তরুণ এবং যোগ্যদের হাতে রয়েছে। এই দলের ভবিষ্যতও উজ্জ্বল বলে মনে করেন তিনি। কিন্তু অবসর নিলেও ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতির জন্য়ও তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।

এদিকে আইসিসির মহিলা ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছেন মিতালি রাজ ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যান স্মৃতি মান্ধনা। বোলারদের প্রথম দশে আছেন ঝুলন গোস্বামী।

Comments are closed.