TRP তে মিঠাই, যমুনা ঢাকি ধারাবাহিক কে হারাতে চলেছে ‘উমা’, শেষের পথে মিঠাই ধারাবাহিকের রাজত্ব, দীর্ঘ সময় পর কামব্যাক করল ‘শ্রীময়ী’

বৃহস্পতিবার হল টিআরপি ডে। এদিন দর্শকরা তাদের প্রিয় ধারাবাহিকের টিআরপি জানতে পারেন। এই সপ্তাহের টিআরপি দৌড়ে মাথায় মুকুট পরে সবার উপরেই বসে রইলেন মিঠাই রাণী। কিন্তু এবার টিআরপির খাতায় মিঠাই রাণীকে ধাওয়া করে দুই নম্বরে উঠে এসেছে যমুনা ঢাকি। এই সপ্তাহে মিঠাই ১০.৯ রেটিং নিয়ে এক নম্বরে রয়েছে। ৮.৫ রেটিং নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ‘যমুনা ঢাকি’। এই সপ্তাহের টিআরপির খাতায় প্রথম পাঁচ স্থান অধিকার করে রেখেছে জি বাংলার ধারাবাহিকগুলিই।

এই সপ্তাহের প্রথম দশে কোন ধারাবাহিক কত রেটিং নিয়ে কোন স্থানে রয়েছে জেনে নিন:
১) মিঠাই- ১০.৯
২) যমুনা ঢাকি- ৮.৫
৩) উমা- ৮.১
৪) করুণাময়ী রানি রাসমণি- ৭.৮ ; অপরাজিতা অপু- ৭.৮
৫) সর্বজয়া- ৭.৬
৬) মন ফাগুন- ৭.২
৭) ধুলোকণা- ৭.১
৮) খড়কুটো- ৭.০
৯) শ্রীময়ী- ৬.৮
১০) এই পথ যদি না শেষ হয়- ৬.৫

প্রথম দশে থাকা ধারাবাহিকগুলির মধ্যে বেশিরভাগ ধারাবাহিকই জি বাংলার । তবে এই সপ্তাহের শ্রীময়ী প্রথম দশে স্থান পেয়েছে। দিঠির বিয়ের এপিসোড নজর কেড়েছে দর্শকদের। জি বাংলার সর্বজয়ার রেটিং কমেছে কিছুটা। প্রথম দশে স্থান পায়নি কৃষ্ণকলি ধারাবাহিক। স্লট বদলের জন্যই হয়তো ঘটেছে এই ঘটনা।

রিয়্যালিটি শোয়ের রেটিং কার কত?
১) ডান্স বাংলা ডান্স- ৭.৪
২) দাদাগিরি- ৬.৯
৩) সুপার সিংগার সিজন-৩- ৩.৭ (একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এই গানের শোয়ের রেটিং। দাদাগিরি শুরু হওয়ার পর থেকেই এই শোয়ের দর্শক কমেছে। তবে এখন তাদের এই রেটিং নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।)

Comments are closed.