বিধায়ক সাংসদদের সঙ্গে নিয়ে পুরভোটে মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থীরা; ঘোষণা সুকান্ত মজুমদারের

আসন্ন পুরভোট নিয়ে দলের স্ট্র্যাটেজি জানালেন নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার উত্তরবঙ্গে একটি দলীয় কর্মসূচিতে হাজির ছিলেন তিনি। সেখানে সুকান্ত বলেন, আসন্ন পুরভোটে মনোয়ন জমা দেওয়ার দিন থেকে প্রার্থীকে দলের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হবে। তারপরেই ঘাসফুল শিবিরকে আক্রমণ শানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, গতবার আমাদের মনোয়ন জমা দিতে দেওয়া হয়নি। তৃণমূল যদি ভেবে থাকে এবারেও একই কাজ করবে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে ওরা।

সুকান্তর হুঁশিয়ারি, এখন আর আগের বিজেপি নেই। এখন দলে অনেক বিধায়ক, সাংসদ। তৃণমূল বাধা দিতে এলে রুখে দাঁড়াবেন দলের জন প্রতিনিধিরা। তারপরেই সম্ভব্য প্রার্থীদের বিধায়ক, সাংসদদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার পরামর্শ দেন। এর আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবি করেছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। এদিন তিনি দাবি করেন, বিজেপির এখন যা অবস্থা তাতে পুরভোটে দল ভালো ফল করবে।

উল্লেখ্য, প্রশাসনিক মহলে জল্পনা, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসে কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুরসভার ভোট করতে পারে নির্বাচন কমিশন। এরপর দফায় দফায় রাজ্যের বাকি পুরসভাগুলোতেও ভোট করানো হবে বলে খবর।

Comments are closed.