আগামী সপ্তাহ থেকে রাস্তায় আরও কম গড়াবে বাসের চাকা

আগামী সপ্তাহ থেকে রাস্তায় আরও কম চলবে বাস। পরিবহন দফতর সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। জ্বালানির দাম আকাশছোঁয়া, তাই বাস কম চলবে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার সব রুটের বাস সংগঠনকে চিঠি দিয়েছে আরটিওরা। সেই চিঠিতে কোন রুটে কত বাস চলছে তা জানতে চাওয়া হয়। জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর থেকেই রাস্তায় কম চলছে যানবাহন। দুপুর ও রাতের দিকে বাসের সংখ্যা আরও কমে যাচ্ছে।

বছর কয়েক আগেই সরকার জানিয়েছে, কর্মীদের বেতন থেকে অন্যান্য খরচ নিগম করলেও গাড়ির তেলের টাকা টিকিট কেটেই তুলতে হবে। আগে টিকিট বিক্রি থেকে সিএসটিসির আয় হত ২৮ থেকে ৩০ লক্ষ টাকা। তা এখন কমে অর্ধেক হয়ে গিয়েছে। একেকটি ডিপোকে এক সপ্তাহে এক ট্যাঙ্কার তেল দেওয়া হয়। একটি ট্যাঙ্কারে ১২,০০০ লিটার তেল থাকে। যার দাম আগে ছিল ৮ থেকে ৯ লক্ষ টাকার মতো। এখন জ্বালানির দাম বেড়ে গিয়ে হয়েছে ১২ লক্ষ টাকা।

 

Comments are closed.