CBI এর বিরুদ্ধে FIR চন্দ্রিমার, তদন্ত শুরু গড়িয়াহাট থানার

চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে গড়িয়াহাট থানায় একটি FIR দায়ের করা হয়েছে

সিবিআইয়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় FIR দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৬৬, ১৬৬ এ, ১৮৮ ও ৩৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে সিবিআইয়ের বিরুদ্ধে। পাশাপাশি, রাজ্যে চলমান লকডাউন বিধি ভঙ্গের জন্য বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা রুজু হয়েছে।

রবিবার থেকেই রাজ্যে অতিমারি আইন লাগু। তা সত্ত্বেও সোমবার সকাল থেকে সিবিআইয়ের বেশ কয়েকটি টিম তৃণমূলের হেভিওয়েট নেতাদের নিজাম প্যালেসে তুলে আনে এবং তাঁদের গ্রেফতার করে।

সোমবার গ্রেফতারি কাণ্ডের পরই চন্দ্রিমা ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ লালবাজারে নগরপালের কাছে জমা দেন। পরে সৌমেন মিত্র সেই অভিযোগ গড়িয়াহাট থানায় পাঠিয়ে দেন। কারণ চন্দ্রিমা ভট্টাচার্য থাকেন লেক রোডে যা গড়িয়াহাট থানার আওতায় পড়ে।

লালবাজার সূত্রে খবর, চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে গড়িয়াহাট থানায় একটি FIR দায়ের করা হয়েছে।

লকডাউনের মধ্যে ৪ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। তাতে ১৪৪ ধারা লঙ্ঘন হয়েছে। এছাড়াও একাধিক অভিযোগের ভিত্তিতে এদিন FIR দায়ের হল।

Comments are closed.