নারদ স্থানান্তর মামলায় মুখ্যমন্ত্রীকে পক্ষ করল CBI, পার্টি মলয় ঘটক, কল্যাণও

রাজ্যের চার হেভিওয়েট নেতার গ্রেফতারির পরেই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী

নারদ মামলায় মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং আইনমন্ত্রী মলয় ঘটককে পার্টি করল সিবিআই।

নারদ মামলা অন্যরাজ্যে সরিয়ে নিয়ে যেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। আর এই মামলায় পক্ষ করা হল মুখ্যমন্ত্রী সহ বাকি দুই তৃণমূল নেতাকে।

সিবিআই অফিসারদের দাবি, তাঁদের উপর চাপ সৃষ্টি করে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। নারদ মামলার তদন্তের জন্য উপযুক্ত পরিবেশ নেই এই রাজ্যে। এই অভিযোগ তুলে সোমবারই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

উল্লেখ্য রাজ্যের চার হেভিওয়েট নেতার গ্রেফতারির পরেই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা। সিবিআই অফিসারদের জানান তাঁকেও গ্রেফতার করতে হবে। দীর্ঘ ৬ ঘন্টা তিনি নিজাম প্যালেসে বসে থাকেন। জামিনের শুনানি শুরু হতে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন।

অন্যদিকে সিবিআইয়ের বিশেষ আদালতে সোমবার শুনানি চলার সময় সেখানে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী মলয় ঘটক সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। সিবিআইয়ের দাবি ব্যাঙ্কশাল কোর্টে গোলমাল করেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। তাই তাঁকেও পার্টি করা হল মামলার।

Comments are closed.