রাজভবনে ভেড়ার পাল! রেগে আগুন রাজ্যপাল, পুলিশকে তুলোধোনা

রাজ্যপাল বুধবার বিকেল ৫ টায় পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে ডেকে পাঠিয়েছেন

রাজ্যে যখন ১৪৪ ধারা জারি রয়েছে। সেই পরিস্থিতিতে এক ব্যক্তি ভেড়ার পাল নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেন কীভাবে? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল? রাজভবনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে ট্যুইটে এভাবেই রাগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলে রাজ্যপাল জগদীপ ধনখড় বুধবার বিকেল ৫ টায় পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে ডেকে পাঠিয়েছেন।

রাজ্যে চলমান লকডাউনের মধ্যে নোংরা রাজনীতি চলছে। রাজ্যপালকে দায়ী করে মঙ্গলবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে ভেড়ার পাল নিয়ে হাজির হন এক ব্যক্তি। যদিও কিছুক্ষণের মধ্যই পুলিশ তাঁকে হটিয়ে দেয়।

কিন্তু রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ মোটেও ভাল ভাবে নেননি রাজ্যপাল। তার উপর মঙ্গলবার ছিল রাজ্যপালের জন্মদিন।

বুধবার সকালে ট্যুইট করে তিনি বলেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রাজভবনের প্রধান গেটের সামনে যে খুশি চলে আসছে! পুলিশের ভূমিকা উদ্বেগজনক। রাজভবনের নর্থ গেটের সামনে একপাল ভেড়া নিয়ে হাজির হলেন এক ব্যক্তি। আর পুলিশ দাঁড়িয়ে সেই নাটক দেখল! ওই ব্যক্তিকে সরানোর কোনও চেষ্টা করা হয়নি। পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ওই ব্যক্তির কাছে কোনও অস্ত্র আছে কি না তাও জানার চেষ্টা করেনি পুলিশ।

সোমবার নারদাকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ ৪ হেভিওয়েট নেতাকে সিবিআই গ্রেফতার করে। গ্রেফতারির জন্য রাজ্যপালকে দায়ী করে সোমবারই রাজভবনের গেটে গেটে তুমুল বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। মঙ্গলবার ছিল রাজ্যপালের জন্মদিন। যদিও রাজ্যের এই অবস্থায় রাজ্যপাল নিজের জন্মদিন পালন করেননি। সেই দিনই রাজভবনের সামনে একপাল ভেড়া নিয়ে অভিনব বিক্ষোভ দেখান এক ব্যক্তি।

Comments are closed.