ফের ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষার ভট্টাচার্য, শুনুন কী বললেন?

এবার বাঁকুড়া জেলা বিজেপিতে বড় ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে ফিরলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।

শুক্রবার তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার চেয়ারম্যান শুভাশিষ বটব্যাল এবং জেলা সভাপতি শ্যামল সাঁতরার উপস্থিতিতে বিজেপি বিধায়ক আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন।

২০১৬ সালে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তুষারকান্তি ভট্টাচার্য। বামেদের সঙ্গে আসন সমঝোতা করা কংগ্রেসের প্রতীকে ওই নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়ী হলেও ভোটে জেতার মাসখানেকের মধ্যেই তিনি শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলে যোগ দেন । তারপর ২০১৯ সালের লোকসভা ভোটের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন।

যদিও ২০২১ বিধানসভা ভোটের আগে ফের তৃণমূলে ফিরলেন তিনি। তৃণমূলে ফিরে তুষারকান্তি ভট্টাচার্য বলেন, তৃণমূলের বিরুদ্ধে আমার কোনও রাগ ছিল না। কিছু অভিমান ছিল, যা সমাধান হয়ে গিয়েছে। দলে ফিরে এসে আমি খুশি।

বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্যকে দলে স্বাগত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা।

তৃণমূলে ফিরে কী বললেন তুষারকান্তি ভট্টাচার্য, শুনুন,

Comments are closed.