দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি বলেই বিরোধীদের মহাজোট, ব্রিগেড সমাবেশকে কটাক্ষ মোদীর

শনিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার সভা মঞ্চ থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একযোগে আক্রমণ শানিয়েছেন বিরোধী জোটের নেতৃত্ব। শনিবার নগর হাভেলি থেকে বিরোধীদের এই আক্রমণের পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতেই তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে বিরোধীরা। তিনি আরও বলেন, ‘আমি মানুষের টাকার লুঠ বন্ধ করেছি বলে কিছু লোকের রাগ হয়েছে। তাই তাঁরা জোট গড়ছেন। যাঁরা নিজের রাজ্যে গণতন্ত্রের হত্যা করছে, তাঁরাই এখন গণতন্ত্রের কথা বলছে।’
উল্লেখ্য, এদিন কলকাতার সভামঞ্চ থেকে কেন্দ্রের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির এক্সপেয়ারি ডেট এসে গেছে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কটাক্ষ, প্রধানমন্ত্রী হয়ে কাজ না করে আত্মপ্রচারে বেশি ব্যাস্ত মোদী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, গত ৭০ বছরে পাকিস্তান যা পারেনি বিগত সাড়ে চার বছরে কেন্দ্রের বিজেপি সরকার সেই বিভাজনের পরিবেশ তৈরি করেছে দেশে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী  কুমারস্বামী বলেন, ক্ষমতায় আসতে যা খুশি করতে পারে এই সরকার, এখন কর্নাটকে টাকার জোরে তাঁদের সরকার ভাঙার চেষ্টা চালাচ্ছে বিজেপি। মোদীকে মিথ্যা কথা বলার কারখানা, হোল সেলার বলে কটাক্ষ করেন লালু প্রসাদ পুত্র বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। উত্তর প্রদেশের প্রাক্তন  মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কটাক্ষ, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মোদী, এবার তার জবাব পাবেন তিনি।

Comments are closed.