সব জায়গায় ভাষণ দেওয়ার কী আছে? মমতার মন্তব্যের পাল্টা খোঁচা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীর মন্তব্যে পাল্টা খোঁচা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের

মমতা ব্যানার্জি মনে করেন উনি সব জায়গায় ভাষণ দেবেন! এটা তো বাস্তব নয়। করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে কী ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে বৈঠক ছিল। সেখানে ভাষণ দেওয়ার কী আছে? প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যে পাল্টা খোঁচা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

বৃহস্পতিবার করোনা মোকাবিলায় ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে এনে অপমান করা হয়েছে। এই মন্তব্যের জেরেই দিলীপ ঘোষের কটাক্ষ।

দিলীপ ঘোষ বলেন, বৈঠকে ভাষণ দিতে পারেননি তো কী হয়েছে? পর প্রেসের সামনে তো ভাষণ দিলেন। এতো মন খারাপের কী হয়েছে? এরপরই নারদাকাণ্ড নিয়ে খোঁচা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, আসলে উঁনি অপমানিত হয়েছেন। কারণ ওঁনার নেতারা এমনও বেল পায়নি।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফের ভ্যাকসিন নিয়ে অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, বাংলার জন্য ১০ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম ৩ কোটিও দেয়নি। এদিকে ২৪ লক্ষ পাওয়ার কথা, ১৩ লক্ষ ভ্যাকসিনও দিচ্ছে না। ভ্যাকসিন নিয়ে মমতার এই মন্তব্যের পর দিলীপ ঘোষ বলেন, রাজ্যের হিসেবে এখনও ১২ লক্ষ ভ্যাকসিন রাজ্যের হাতে আছে। সেই টিকা কেন ঠিক বণ্টন করতে পারছেন না মমতা ব্যানার্জি? মাত্র ১৫০০ সেন্টার কেন তৈরি করা হয়েছে? রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, ভ্যাকসিন জমিয়ে রেখে নষ্ট করছেন। আর ভ্যাকসিনের জন্য হাহাকার করছেন!

Comments are closed.