করোনা বিধ্বস্ত ভারতে ব্যতিক্রম হিমাচলের মালানা গ্রাম, স্বআরোপিত লকডাউনে শূন্য সংক্রমণ

এই সঙ্কটের সময় ব্যতিক্রম হিমাচল প্রদেশের ছোট্ট গ্রাম মালানা

করোনার দ্বিতীয় ধাক্কায় ভারত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। করোনা সংক্রমণের গ্রাফ উর্ধবমুখী হওয়ায় দিকে দিকে বেড, অক্সিজেনের আকাল। নেই পর্যাপ্ত টিকাও। কী ধনী কী গরিব, সবাই অসহায়।

এই সঙ্কটের সময় ব্যতিক্রম হিমাচল প্রদেশের ছোট্ট গ্রাম মালানা। মালানার গ্রামবাসীদের দাবি, তাঁরা নিজেরা স্বআরোপিত লকডাউন করছেন। এর জেরেই গ্রামে করোনা সংক্রমণের সংখ্যা একেবারে শূন্য।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, দেশে করোনা ঢেউ আছড়ে পড়ার আগে থেকেই আমরা পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিয়েছিলাম। তাই মালানা গ্রামে কেউ করোনা সংক্রমিত হয়নি। আমরা প্রথম থেকেই স্বঘোষিত লকডাউন অনুসরণ করছি।

মালানা গ্রামে জনসংখ্যা আড়াই হাজার। করোনা অতিমারি রোধে মালানা পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রথম থেকে তৎপর। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। গ্রামবাসীরাও অতি প্রয়োজনীয় কাজ ছাড়া গ্রামের বাইরে যেতেন না। গ্রামের সীমানায় পঞ্চায়েত পাহারা বসানো হয়েছিল বলে গ্রামবাসীর দাবি। যার কারণে কোনও বাইরের লোক গ্রামে প্রবেশ করতে পারেনি।

প্রসঙ্গত, বিশ্বের সর্বপ্রাচীন গণতন্ত্র বলে মালানা গ্রামকে দাবি করেন অনেকে। প্রাচীন রীতি মেনে এই গ্রামে বাইরের কেউ কোনও বাসিন্দাকে স্পর্শ করতে পারেন না। বিখ্যাত মালানা ক্রিম হ্যাশের জন্য দুনিয়ায় পরিচিত এই গ্রাম।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও ফের বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ২৬১ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের।

Comments are closed.