আবারও মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আগামী শুক্রবার জি-২০ সক্রান্ত দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫ টা নাগাদ নিজের কালীঘাটের বাড়ি থেকে সেই বৈঠকে যোগ দেবেন মমতা ব্যানার্জি। এছাড়াও রাজ্যের পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর।
জি-২০ নিয়ে ইতিমধ্যেই সোমবার একটি বৈঠক হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি ভবনের ওই বৈঠকেও তৃণমূল নেত্রী উপস্থিত ছিলেন। প্রথম বৈঠকটি দেশের সবকটি স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে ছিল। সেখানে তৃণমূলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। শুক্রবারের বৈঠকটি হবে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে।
জানা গিয়েছে, জি-টুয়েন্টি সম্মেলনকে ঘিরে সারা দেশে মোট ২১৯টি মতো বৈঠক হতে পারে। যেখানে পশ্চিমবঙ্গেও তিনটে মতো বৈঠক হওয়ার কথা রয়েছে। যার মধ্যে প্রথম বৈঠকটি নতুন বছরের শুরুতেই হতে পারে। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে সে নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য সোমবারই জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন মমতা ব্যানার্জি। এখনও দিল্লিতেই রয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, বুধবার সাংসদ সৌগত রায়ের বাসভবনে দলীয় সাংসদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী। এর পরে তাঁর ফেরার কথা।
Comments are closed.