যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, ভারত শান্তির পক্ষে, পুতিনকে ফোন প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

যুদ্ধ আবহেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের কথা বলেছেন মোদী।

ভারতের প্রায় কয়েক হাজার ইউক্রেনের আটকে রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টকে এই বিষয়টিও জানান মোদী বলেই সূত্রের খবর। রাশিয়া এবং ন্যাটোর মধ্যে দীর্ঘদিনের সমস্যা যুদ্ধের মাধ্যমে নয় কূটনৈতিক পথে ফেরার আবেদন করেছেন তিনি।

অন্যদিকে যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন ইউক্রেন। ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা জানিয়েছেন, নরেন্দ্র মোদী শক্তিশালী নেতা, তাই তিনি পারেন এই পরিস্থিতি স্বাভাবিক করতে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলুক রাশিয়ার সঙ্গে, এই আবেদন চেয়ে মোদীর দ্বারস্থ হয়েছিলেন তিনি।

আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চায় ভারত বলেও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর কথায়
যুদ্ধকে কখনই প্রশ্রয় দেয়না ভারত। ভারত সবসময় শান্তির পক্ষে। ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে তৎপর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চশিক্ষা পেতে কিংবা চাকরি সূত্রে যেসব ভারতীয়রা ইউক্রেনে রয়েছেন, সকলকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা করা হচ্ছে।

Comments are closed.