পঞ্জাবে ২০ মিনিট আটকে মোদীর কনভয়, সভা বাতিল করে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী

পঞ্জাব উড়ালপুলে ১৫ থেকে ২০ মিনিট আটকে থাকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। বুধবার ফিরোজপুরে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন মোদী। সেইসময় উড়ালপুলের মাঝপথে
বিক্ষোভের মুখে পড়ে মোদীর কনভয়। দীর্ঘক্ষণ সেখানেই আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। শেষ পর্যন্ত সেখান থেকে মোদীকে ফিরিয়ে আনেন তাঁর নিরাপত্তারক্ষীরা।

এদিন সকালে প্রথমে ভটিন্ডা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি হুসেইনওয়ালাতে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর ফিরোজপুরে সভার উদ্দেশে রওনা দেয় মোদীর কনভয়। কিন্তু মাঝপথে উড়ালপুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা।

জানা গিয়েছে, এদিন ফিরোজপুরে ফিরোজপুরে দিল্লি-অমৃতসর-কাটরা রোডের শিলান্যাস, মুকেরিয়ান-তালওয়ারা নতুন ব্রড গজ লাইনের উদ্বোধন, ফিরোজপুরের স্যাটেলাইট সেন্টার, মেডিক্যাল এডুকেশন রিসার্চ সেন্টারের উদ্বোধন,কপুরথালা এবং হোশিয়ারপুরে দুটি মেডিক্যাল কলেজের উদ্বোধন করার কথা ছিল মোদীর।

কৃষি আইন বাতিল ঘোষণা করার পর এটাই ছিল মোদীর প্রথম পঞ্জাব সফর। এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্জাব সরকারের কাছে রিপোর্টও তলব করা হয়েছে।

Comments are closed.