বাংলাদেশের চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম ম্যাচেই হেরে গেল মোহনবাগান। সবুজ-মেরুন হারলো লাওসের ক্লাব ইয়ং এলিফ্যান্ট এফসির কাছে। খেলার ফল ১-২। জুলেনের গোলে মোহনবাগান প্রথমে এগিয়ে গেলেও, শেষরক্ষা হয়নি। ম্যাচের শেষের দিকে বেইতিয়া পেনাল্টি নষ্ট করেন। গ্রুপের প্রথম ম্যাচে হেরে যথেষ্ট চাপে পড়ে গেল মোহনবাগান।
এদিন আক্রমণভাগে শুধু সালভাকে রেখে দল সাজিয়েছিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। মাঝমাঠে বেইতিয়া, জুলেনরা খেলা তৈরি করার চেষ্টা করছিলেন। ম্যাচে প্রথমে এগিয়ে যায় মোহনবাগানই। ১৮ মিনিটে মোহনবাগানকে গিয়ে দেন জুলেন। বেইতিয়ার কর্নার থেকে গোল করে যান তিনি। উল্টোদিকে ইয়ং এলিফ্যান্ট এফসি গোল চেষ্টা করলেও, লক্ষ্যপূরণ হচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য বিরতির আগেই ম্যাচে সমতা ফিরে আসে। ৪২ মিনিটে মোহনবাগানের বিদেশি স্টপার ড্যানিয়েল সাইরাসের ভুলে ইয়ং এলিফ্যান্ট এফসিকে ম্যাচে ফেরান সমোকাই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সালভার সেন্টারে জুলেনের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৭৩ মিনিটে সমোকাইয়ের দূরপাল্লার শট মোহনবাগান ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে।
নির্ধারিত সময় শেষের ৪ মিনিট আগে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন শিবির। বেইতিয়ার পেনাল্টি রুখে দেন বিপক্ষ গোলরক্ষক। আর ফিরতি আক্রমণেই মোহনবাগান রক্ষণের ভুলে জয়সূচক গোলটি পেয়ে যায় ইয়ং এলিফ্যান্ট এফসি। গোল করেন সেই সমোকাই। সংযুক্তি সময়ে আর সমতা ফেরাতে পারেনি মোহনবাগান। প্রথম ম্যাচেই হেরে বেশ চাপে কিবু ভিকুনার দল।
Comments