শনিবার ডুরান্ডে নিয়ম রক্ষার ম্যাচের আগে বেইতিয়ার চোট চিন্তা মোহনবাগানের, সেমিফাইনালেও অনিশ্চিত স্প্যানিশ তারকা

ডুরান্ড কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। গ্রুপ পর্যায়ের প্রথম দুটি ম্যাচে মহামেডান স্পোর্টিং এবং এটিকের রিজার্ভ দলকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে কিবু ভিকুনার দল। শনিবার নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হবে মোহনবাগান। শুক্রবার সকালে মোহনবাগান মাঠে দীর্ঘক্ষণ অনুশীলন করেন ফুটবলাররা। অনুশীলনে যা আভাস, তাতে প্রথম একাদশে এক ঝাঁক পরিবর্তন আসছে শনিবার।
মোহনবাগান কোচের বড় চিন্তা স্প্যানিশ মিডফিল্ডার বেইতিয়ার চোট। মোহনবাগানের বিদেশি ফুটবলারদের মধ্যে এখনও সবচেয়ে বেশি নজর কেড়েছেন বেইতিয়া। গোল করছেন, গোলের পাস বাড়াচ্ছেন, মাঝমাঠে দৃষ্টিনন্দন ফুটবল খেলছেন। সেট পিসেও বেশ পারদর্শী তিনি। মোহনবাগানের বাকি স্প্যানিশদের নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে, তখন বেইতিয়ার প্রশংসায় পঞ্চমুখ সবাই। সেই বেইতিয়াই গত ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন।
শুক্রবার অনুশীলন করলেন না তিনি। গোটা সময় বা পায়ে বরফ বেঁধে বসে থাকলেন। সূত্রের খবর, তাঁর সুস্থ হতে দিন চারেক সময় লাগবে। অর্থাৎ, শনিবার নিয়মরক্ষার ম্যাচ তো বটেই, ২১ শে আগস্ট দ্বিতীয় সেমিফাইনালেও তাঁর খেলা নিয়ে জল্পনা তৈরি হল। বেইতিয়া খেলতে না পারলে মোহনবাগান যে গুরুতর সমস্যায় পড়বে, তা বলাই যায়।
শনিবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে দলে বেশ কিছু পরিবর্তন আসছে। দলে আসতে পারেন রাইটব্যাক অরিজিৎ বাগুই। গোলরক্ষক পজিশনেও বদল আনতে পারেন কিবু ভিকুনা। মাঝমাঠে বেইতিয়ার জায়গায় কিবু কাকে খেলান, সেটাই দেখার। আক্রমণে জুটি বাঁধবেন স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরো এবং সুহের।
কলকাতা লিগে পরপর দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট জয় মোহনবাগান কোচকে চাপে ফেলে দিয়েছে, তা পরিষ্কার। কিবু ভিকুনা এমনিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ। কিন্তু শুক্রবার অনুশীলনের পর সাংবাদিকদের এড়িয়ে গেলেন তিনি। বলে গেলেন, নতুন করে তাঁর কিছুই বলার নেই। অপ্রিয় প্রশ্ন এড়াতে কি এই সিদ্ধান্ত? প্রশ্ন উঠছেই।
অন্যদিকে, ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের মাঠে লিগের ম্যাচ খেলতে চাইছে না মোহনবাগান। কারণ ওই সময় ফ্লাড লাইটের কাজ চলবে। সব জানিয়ে আইএফএকে চিঠি দিয়েছে তারা। মোহনবাগানের সিদ্ধান্তে বেশ চাপে আইএফএ। লিগ কী করে শেষ হবে, সেটাই চিন্তা আইএফএ সচিবের।

Comments are closed.