কালকের মোহনবাগান-মহামেডান স্পোর্টিং মিনি ডার্বি পাল্টে দিতে পারে লিগের রঙ, পরীক্ষা কোচ দীপেন্দুর

কলকাতা লিগের জোড়া গুরুত্বপূর্ণ ম্যাচ বৃহস্পতিবার। একদিকে যেমন যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান মুখোমুখি হবে মহামেডান স্পোটিং-এর, তেমনই অন্যদিকে বারাসত স্টেডিয়ামে পিয়ারলেস মুখোমুখি হবে ভবানীপুরের। চারটি দলই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে। তাই এই দুটো ম্যাচ অনেকটাই বদলে দেবে লিগের রঙ, তা বলাই বাহুল্য।
এরিয়ানের কাছে হেরে মোহনবাগানের লিগ চ্যাম্পিয়নশিপের আশা অনেকটাই ধাক্কা খেয়েছিল। তারপর অন্য দলগুলোর পয়েন্ট নষ্ট এবং অবশ্যই রেনবো এফসির বিরুদ্ধে জয় আবার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরিয়ে এনেছে মোহনবাগানকে। বৃহস্পতিবার মিনি ডার্বিতে মহামেডানের মুখোমুখি হচ্ছে কিবু ভিকুনার দল। এই ম্যাচে জিততে পারলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে মোহনবাগান। কারণ তাদের বাকি দুটো ম্যাচ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ম্যাচে মোহনবাগান জার্সিতে অভিষেক হতে পারে জুলেন কোলিনাসের। পরিবর্তে হিসেবে মাঠে নামতে পারেন এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রথম একাদশে আসতে পারেন গত ম্যাচের নায়ক শুভ ঘোষ। এই ম্যাচে নামার আগে মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা বলছেন, ‘মহামেডান খুব কঠিন প্রতিপক্ষ। ওদের বিদেশি স্ট্রাইকার গোলের মধ্যে আছে। কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের লড়াই জমে উঠেছে। এখন যা পরিস্থিতি, তাতে পিয়ারলেসের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সবথেকে বেশি। তবে আমরা আপাতত শুধু আমাদের নিজেদের ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের প্রতিটা ম্যাচ জিততে হবে।’
চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে মহামেডান স্পোটিংয়েরও। সাদা কালো টিডি এবং তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলছেন, ‘আমরা জেতার জন্য অলআউট যাব। ফুটবলারদের বলেছি এই ম্যাচ নায়ক তৈরি করে। জীবন বাজি রেখে ফুটবল খেলো।’
অন্যদিকে বড় দলের সমর্থকদের নজর থাকবে পিয়ারলেস এবং ভবানীপুরের ম্যাচের দিকে। এই ম্যাচ ড্র হলে চ্যাম্পিয়নশিপের আশা বাড়বে বড় দলের।

Comments are closed.