লুধিয়ানায় প্রবল বৃষ্টি, আজ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে মোহনবাগান

আই লিগের শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া মোহনবাগান। মঙ্গলবার লুধিয়ানায় পঞ্জাব এফসির মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্যাচ জিততে পারলে শুধু যে বাকি দলগুলোর সঙ্গে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নেবে মোহনবাগান তাই নয়, রবিবার ইস্টবেঙ্গল ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন ফুটবলাররা। তবে মঙ্গলবার এই ম্যাচে মোহনবাগানের সবথেকে বড় প্রতিপক্ষ পঞ্জাব এফসি নয়।
মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী প্রবল বৃষ্টি। লুধিয়ানায় এমনিতেই প্রবল ঠান্ডা। আর তার সঙ্গে সোমবার সকাল থেকেই বৃষ্টি।
বৃষ্টি এতটাই, যে লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামের মাঠে জল জমে গেছে। মোহনবাগানকে অনুশীলন করতে হয়েছে শহর থেকে অনেকটা দূরের একটি মাঠে। স্বাভাবিকভাবেই ভীষণ ক্ষুব্ধ মোহনবাগান কোচ কিবু ভিকুনা। সাংবাদিক সম্মেলনে তিনি বলছেন, ‘এই যা মাঠ, তাতে ওয়াটার পোলো খেলা যায়। কোনওভাবেই ফুটবল খেলা যায় না। এই মাঠে ভালো ফুটবল খেলা অসম্ভব। বৃষ্টি যদি না কমে আমি জানিনা কী হবে। শুধু আমাদের নয়, কোনও দলের পক্ষেই এই মাঠে মানিয়ে নেওয়া সম্ভব নয়।’
যদিও পঞ্জাব এফসির কোচ ইয়ান ল বলছেন, ‘আমরা এরকম পরিস্থিতিতে প্রাক-মরসুম প্রস্তুতি ছেড়েছি। তাই আমরা এই মাঠে খেলার জন্য তৈরি। মোহনবাগান ম্যাচ জিততে পারলে আমরা আই লিগে ভালো জায়গায় থাকব।’

Comments are closed.