মরসুমের শুরুটা মোটেও ভালো হয়নি সবুজ-মেরুন শিবিরে। আই লিগে প্রথম ম্যাচে ড্র করার পরে দ্বিতীয় ম্যাচে হজম করতে হয়েছিল চার গোল। অনেকেই তাই প্রশ্ন তুলেছিলেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণ নিয়েও। বুধবার ট্রাউ এফসির বিপক্ষে মাঠে নেমে পাল্টা উত্তর দিলেন মোহনবাগান খেলোয়াড়রা। ট্রাউ এফসিকে ৪-০ গোলে হারালো মোহনবাগান। জোড়া গোল করলেন ফ্রান গঞ্জালেজ। একটি করে গোল সুহের এবং শুভ ঘোষের। এই জয়ের ফলে আপাতত চাকরি বেঁচে গেল মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনার। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করল মোহনবাগান।
ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক লাগছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। পাঁচ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেস। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় ডানদিকে ওভারল্যাপে গিয়ে মাইনাস রাখেন আশুতোষ মেহতা। শরীর ছুড়ে দিয়ে বাঁ পায়ের টোকায় ক্লিনিক্যাল ফিনিশে জালে বল জড়িয়ে দেয় ভিপি সুহের। ফলাফল দাঁড়ায় ২-০। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে আরও একটি গোল পাইয়ে দেন গঞ্জালেজ। এরপর শেখ ফৈয়াজের ক্রস থেকে হেড করেন শুভ ঘোষ। ফলাফল তখন ৪-০। যদিও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে মোহনবাগান। নইলে ব্যবধান আরও বাড়তে পারত গোলের। তবে প্রথম দুই ম্যাচের ছন্নছাড়া ফুটবলের পর অনেকটাই চেনা ছন্দে পাওয়া গেল মোহনবাগানকে। এদিন বেঞ্চে ছিলেন দেবজিৎ মজুমদার। বিয়ের জন্য ছুটি নিয়েছেন শিল্টন পাল। তাই গোলরক্ষকের ভূমিকা গিয়ে পড়ে মোহনবাগান জার্সিতে ঘরের মাঠে নিয়মিত খেলার শংকর রায়ের উপর। প্রথমবার আই লিগ ম্যাচ খেলতে আসা শঙ্করকে কার্যত কোনও পরীক্ষার মুখে পড়তে হয়নি এদিন।