হাইকোর্টের শর্তসাপেক্ষে চিন্তার ভাঁজ মাথায় নিয়ে সোমবার থেকে শুরু গঙ্গাসাগর

সোমবার থেকেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। হাইকোর্টের নির্দেশকে মান্য করেই শুরু হচ্ছে গঙ্গাসাগর। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ২৪ হাজার।

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক জানিয়েছেন, প্রত্যেক তীর্থযাত্রীকে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কড়া নজরদারি চালানো হবে। সংক্রমণমুক্ত মেলা পরিচালনা করাই মূল লক্ষ্য।

পুণ্যার্থীদের করোনা পরীক্ষার জন্য কাকদ্বীপের লট নম্বর আটে তিনটি কিয়স্ক করা হয়েছে। কাকদ্বীপ স্টেশন, নামখানা স্টেশন ও বাসস্ট্যান্ডেও কোভিড পরীক্ষার ব্যবস্থা থাকছে। কোভিড সুরক্ষায় বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। সমুদ্রতটকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। একসঙ্গে পঞ্চাশ জনের বেশী পুণ্যার্থীকে স্নান করতে নামতে দেবে না প্রশাসন।

সাগরমেলার মাঠে টেস্টিং অন হুইল পরিষেবার সূচনা করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনটি গাড়িতে করোনা পরীক্ষার ব্যবস্থা থাকছে। কারও রিপোর্ট পজিটিভ এলে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। মেলার দিনগুলিতে থাকছে ‘ভ্যাকসিনেশন অন হুইল’ও। যেখানে গাড়ির মধ্যেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা থাকছে। অসুস্থ পুণ্যার্থীদের নিখরচায় কলকাতার হাসপাতালে পৌঁছে দিতে থাকছে ‘এয়ার অ্যাম্বুল্যান্স’ হেলিকপ্টার। এ ছাড়াও তিনটি স্পেশ্যাল লঞ্চ থাকবে ‘ওয়াটার অ্যাম্বুল্যান্স’ হিসেবে।

নজরদারিতে ব্যবহার করা হবে ১,০৫০টি সিসিটিভি ও ২০টি ড্রোন।

Comments are closed.