পুজোর আগেই কি বিদায় নিচ্ছে বর্ষা! কী জানাচ্ছে আবহাওয়া দফতর

পুজোয় কি বৃষ্টি হবে? পুজোর আগে রাজ্য থেকে বর্ষার বিদায় শুরু হবে কি? বাঙালির মনে এখন এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। পুজোর আগে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে কিনা, তা বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে দেশে বর্ষার বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছে মৌসুমি ভবন। দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে বলে জানাল মৌসম ভবন। পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে পর পর ১৩ বছর দেরিতে বর্ষা বিদায় নিল।

আবহাওয়াবিদদের মতে, বর্ষা দেরিতে প্রবেশ করলে বিদায় বেলায়ও বিলম্ব হয়। এবছর উত্তরবঙ্গে নির্ধারিত দিনক্ষণের চার দিন আগে বর্ষার প্রবেশ ঘটেছিল। ৭ জুনের আগে ৩ জুন পা রেখেছিল বর্ষা। তবে দক্ষিণবঙ্গে দেরিতে প্রবেশ করে বর্ষা। ১১ জুন আনুষ্ঠানিকভাবে কলকাতায় বর্ষা প্রবেশের কথা। তার জায়গায় বর্ষা পা রাখে ১৭ জুন। ৬ দিন দেরিতে। 

এই অবস্থায় দক্ষিণবঙ্গ থেকে বর্ষার বিদায়ও যে বিলম্বে ঘটবে তা এক প্রকার বলা যায়। তবে সেটা পুজোর কত আগে সেটাই এখন দেখার। 

Comments are closed.