আন্দামান সাগরে প্রবেশ ঘটেছে মৌসুমী বায়ুর, রাজ্যে কবে বর্ষা ? 

স্বাভাবিক সময়ের আগেই আন্দামান সাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে। যার জেরে রাজ্যেও কিছুদিন আগেই বর্ষার প্রবেশ ঘটতে পারে, এমন একটি জল্পনা দেখা দিয়েছে। মৌসুমী ভবন থেকে আগেই জানানো হয়েছিল, ১৫ মে’র মধ্যে আন্দামান সাগরে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে। প্রতিবছর সাধারণত ২২ মে নাগাদ আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে। সম্ভবনা সত্যি করে এ বছর  ১৫ মে’র মধ্যে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে। 

দেশের মধ্যে কেরলে সবার প্রথম বর্ষার প্রবেশ ঘটে। সেদিক থেকে আন্দামান সাগরে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটায় রাজ্যেও স্বাভাবিক নিয়মের আগে বর্ষার প্রবেশ ঘটবে বলে মনে করছেন আবহাওয়াবীদরা। 

এদিকে দক্ষিণবঙ্গে রোজই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। রোজই প্রায় বৃষ্টি হলেও গরম সেই অর্থে কমেনি। দিনভর অস্বস্তিও থাকছে। এই আবহে বর্ষার খবরে কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। অন্যদিকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় এদিনও সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা ছিল। সোমবার দিনের সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। রাতের দিকে তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি।   

Comments are closed.