TMC সাংসদ শিশির ও দিব্যেন্দু অধিকারীকে Y প্লাস নিরাপত্তা অমিত শাহের মন্ত্রকের

নিরাপত্তা সংক্রান্ত কিছু এখনও পর্যন্ত জানতে পারেননি শিশির ও দিব্যেন্দু অধিকারী বলে জানিয়েছেন তাঁরা

তৃণমূল সাংসদ বাবা-ছেলে শিশির ও দিব্যেন্দু অধিকারীকে বাড়তি নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। এবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তাঁরা। জানা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইকে নিরাপত্তা দেবে সিআরপিএফ। তবে কী কারণে এই নিরাপত্তা তা স্পষ্ট নয়।

নিরাপত্তা সংক্রান্ত কিছু এখনও পর্যন্ত জানতে পারেননি শিশির ও দিব্যেন্দু অধিকারী বলে জানিয়েছেন তাঁরা।

বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই একাধিক দল বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছিল শিশির অধিকারীকে। এরপরেই পূর্ব মেদিনীপুরে অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগ দেন শিশির অধিকারী। যদিও সাংসদ পদ ছাড়েননি।

অন্যদিকে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে ভোটের আগে থেকে দূরত্ব তৈরি হয়েছিল তৃণমূলের। দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি দিব্যেন্দুকে। তাঁর বিরুদ্ধে কলকাতার নেতৃত্বকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতারা।

সূত্রের খবর, রাজ্য সরকার শিশির, দিব্যেন্দু অধিকারীর নিরাপত্তা প্রত্যাহার করার কথা ভাবছে। সেই কারণেই কি কেন্দ্রীয় নিরাপত্তা? জানা যায়নি।

সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি। জয়ী ৭৫ জন বিধায়ককে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে বলে জানায় অমিত শাহের মন্ত্রক। কিন্তু প্রবল সমালচয়ার মুখে বাংলায় একাধিক বিজেপি বিধায়ক কেন্দ্রীয় বাহিনী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার কাঁথির দুই তৃণমূল সাংসদকে কেন্দ্রীয় নিরাপত্তা দিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Comments are closed.