মুকুল-মামলায় স্পিকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট; রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারেন বিমান

মুকুল রায়কে নিয়ে সিদ্ধান্ত নিতে অধ্যক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল এবং PAC চেয়ারম্যান থাকতে পারবেন কিনা সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পিকার বিমান ব্যানার্জিকে ৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল আদালত। বিধানসভা সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বিমান ব্যানার্জি।

হাইকোর্টের এই সময়সীমা বেঁধে দেওয়ায় কোথাও স্পিকারের এক্তিয়ারে হস্তক্ষেপ হচ্ছে কিনা তা জানতে ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন বিধানসভার শীর্ষ আধিকারিকরা। কয়েকদিনের মধ্যেই এই মামলায় স্পিকারের তরফে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হতে পারে বলে খবর।

মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরেই তাঁর বিধায়ক পদ খারিজ করতে তৎপর হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিকবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মুকুল রায়ের বিধায়কপদ খারিজ হবেই। আর এর মধ্যেই মুকুল রায় PAC চেয়ারম্যান হন।

এসবের মধ্যেই বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল এবং PAC চেয়ারম্যান পদ খারিজের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন। এই মামলায় রায় দিতে গিয়ে মনিপুর বিধানসভা সক্রান্ত নির্দেশের রায় উল্লেখ্য করে আদালত জানায়, এক্ষেত্রে ৩ মাস শেষে হচ্ছে আগামী ৭ অক্টোবর। তার মধ্যে মুকুল রায়কে নিয়ে স্পিকারের অবস্থান স্পষ্ট করতে হবে।

Comments are closed.