বাংলায় শিল্প আনাই মূল লক্ষ্য, বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ করা হবে মুম্বইয়ের শিল্পপতিদের, জানালেন মমতা

শিল্পের লগ্নি টানাই মূল উদ্দেশ্য। বৈঠক করবেন একাধিক শিল্পপতিদের সঙ্গে। মুম্বই সফরের আগে কলকাতা বিমানবন্দরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার মমতা ব্যানার্জি জানান, আগামী বছর বাংলায় বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে শিল্পপতিদের।

বুধবার প্রথমে সিদ্ধিবিনায়কে মন্দিরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। পরে বৈঠক করবেন এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও। এই সফরে তিনি দেখা করবেন একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে। বৈঠক করবেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গেও। শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকর অসুস্থ থাকার কারণে তাঁর সঙ্গে দেখা হবে না মুখ্যমন্ত্রীর। তিনি দেখা করবেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নির সঙ্গে। বাংলার ফিল্ম ফেস্টিভেলের জন্য তিনি আমন্ত্রণ জানাবেন অমিতাভ বচ্চন, শাহ্রুখ খান ও সলমন খানকে বলে জানান মমতা। 

Comments are closed.