ঈশ্বরের ইচ্ছায় এত মানুষের মৃত্যু; মোরবি ব্রিজ দুর্ঘটনায় আদালতে সাফাই ধৃত ম্যানেজারের 

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। উৎসবের মরশুমে প্রায় ১৫০ জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। এবার সেই ঘটনায় ঈশ্বরকেই ‘কাঠগড়ায়’ তুললেন সেতুর সংরক্ষণ-এর দায়িত্বে থাকা ওরেভা সংস্থার ম্যানেজার দীপক পারেখ। এই ঘটনায় ইতিমধ্যেই দীপিক পারেখ সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযুক্তদের পক্ষে কোনও আইনজীবী কেস লড়বে না বলে গুজরাটের দুই বার অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে। আজ অর্থাৎ বুধবার মোরবি আদালতের বিচারপতির সামনে অভিযুক্তদের পেশ করা হয়। নিজের স্বপক্ষে সওয়াল করার সময় দীপক পারেখ দাবি করেন, ভগবানের ইচ্ছেতেই দুর্ঘটনা। সে জন্যই এত মানুষের মৃত্যু। 

ব্রিজের সংরক্ষণ নিয়ে ইতিমধ্যেই সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। মোরবি পুলিশের তরফে আদালতে তথ্য প্রমাণ দিয়ে দাবি করা হয়েছে, ঝুলন্ত ব্রিজের তারগুলো মার্চ পড়ে গিয়েছিল। সেগুলো পরিবর্তনের বদলে তার ওপর দিয়েই রং করা হয়েছে। তার ওপরে সেতুর ফ্লোর সংস্কারের জন্য নতুন অ্যালমুনিয়ামের যে পাত লাগানো হয়েছিল, সেটির ওজন বেশি হওয়ায় তারগুলো তা ধরে রাখতে পারেনি। সব মিলিয়ে সংরক্ষণকারী সংস্থার গাফিলতির জেরেই দুর্ঘটনা বলে দাবি করা হয়েছে পুলিশের এফআইআরে। 

Comments are closed.