দিন-দুপুরে লখনউয়ের নিজের অফিসের মধ্যে খুন হলেন হিন্দু মহাসভার নেতা কমলেশ তিওয়ারি। শুক্রবার উত্তর প্রদেশের লখনউয়ে হিন্দু মহাসভার নেতাকে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
সূত্রের খবর, কয়েকজন গেরুয়া পোশাক পরিহিত যুবক হিন্দু সমাজ দলের নেতাকে দিওয়ালির উপহার দেওয়ার নাম করে তাঁর অফিসে ঢোকে। এরপরই কমলেশ তিওয়ারিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। দিনে-দুপুরে হিন্দু মহাসভার নেতাকে খুনের ঘটনায় লখনউ জুড়ে প্রতিবাদ মিছিল বের করেছে তাদের সমর্থকরা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত আক্রোশেই খুন হয়েছেন কমলেশ তিওয়ারি। তাঁর অফিসের সিসিটিভি পরীক্ষা করে দেখছেন তদন্তকারী অফিসাররা।
তিন দিন আগেই অযোধ্যা মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। যে কোনও দিন বেরোবে রায়। এই পরিস্থিতিতে অযোধ্যা সহ উত্তর প্রদেশ জুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই অবস্থায় হিন্দু মহাসভার নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Comments