কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে ফের এগিয়ে বাংলা; হকারদের ঋণ দেওয়ায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ 

কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণে ফের নজির গড়ল বাংলা। এবার হকারদের ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের দেওয়া লক্ষমাত্রা পূরণের পথে নবান্ন। শুধু তাই নয়, চলতি বছরে হকারদের ঋণ দানের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। 

নবান্ন সূত্রে খবর, চলতি বছর কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ৩ লক্ষ হকারকে ঋণ দানের টার্গেট দেওয়া হয়েছিল রাজ্যকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ঋণের জন্য আড়াই লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এবং দেড় লক্ষের বেশি আবেদনকারী ঋণের টাকা পেয়ে গিয়েছে। 

মাথাভাঙা, হলদিবাড়ি, সিউড়ি, মেখলিগঞ্জ, বোলপুর, রামপুরহাট, কাটোয়া, মুর্শিদাবাদ, দিনহাটার মতো ১০টি পুরসভায় লক্ষ্যমাত্রার থেকেও বেশি আবেদন পত্র জমা পড়েছে। প্রকল্পের শর্ত অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ নেওয়ার পর উল্লেখিত সময়ের মধ্যে যদি ঋণগ্রহীতারা তা শোধ করে দেন, দ্বিতীয় দফায় তাঁরা ঋণের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয় দফায় ২০ হাজার টাকা ঋণ হিসেবে পাবেন আবেদনকারীরা। 

Comments are closed.