থিমকে উড়িয়ে ১১ নম্বর ফরাসি ওপেন জিতলেন নাদাল।

কেরিয়ারের এগারো নম্বর ফরাসি ওপেন জিতলেন রাফায়েল নাদাল। মোট গ্রান্ড স্লাম খেতাব জিতলেন ১৭ টি। রবিবার নিজের প্রিয় ক্লে কোর্টে অস্ট্রিয়ার দোমিনিক থিমকে কার্যত দাঁড়াতেই দেননি স্প্যানিশ তারকা। স্ট্রেট সেটে ফাইনালে জেতেন ফরাসি ওপেনের ইতিহাসে অপ্রতিদ্বন্দী রাফা। কোনও একটি গ্রান্ড স্ল্যামে এমন আধিপত্য টেনিস ইতিহাসে আর কোনও খেলোয়াড় কোনওদিন দেখাতে পারেননি।

রবিবার ফাইনালের দ্বিতীয় গেমেই থিমের সার্ভিস ব্রেক করেন রাফা। পরের গেমেই নাদালের সার্ভিস ব্রেক করে সমতা ফিরিয়েছিলেন থিম। কিন্তু তারপর আর থিমকে দাঁড়াতেই দেননি নাদাল। ৬-৪ গেমে জেতেন প্রথম সেট। দ্বিতীয় সেট ৬-৩ এবং তৃতীয় সেটে ৬-২ গেমে জেতেন নাদাল।

চলতি বছরেই ক্লে কোর্টে রাফাকে হারিয়েছিলেন থিম। যা থেকে টেনিস বিশেষজ্ঞরা মনে করেছিলেন একটা উত্তেজক ম্যাচ হবে ফরাসি ওপেনের ফাইনালে। কারণ, ক্লে কোর্টের সম্রাট নাদালের বিরুদ্ধে এদিন ফাইনালে নামার আগে ভাল ফর্মে ছিলেন থিমও। কিন্তু ফরাসি ওপেনের মূল মঞ্চে চূড়ান্ত লড়াইয়ে থিমকে স্ট্রেট সেটে হারিয়ে নাদাল এদিন ফের বুঝিয়ে দিয়েছেন, কেন এই কোর্টে তিনি সর্বকালের সেরা।

Leave A Reply

Your email address will not be published.