বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা বিমানবন্দরে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার বাংলাদেশে সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাকালে এই প্রথম মোদীর বিদেশ সফর। এদিন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা বিমানবন্দরে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Modi
সকাল সাড়ে ১০ টা নাগাদ বিশেষ বিমানে ঢাকায় নামে প্রধানমন্ত্রী বিশেষ বিমান। বিমানবন্দরে নামার পর নরেন্দ্র মোদীকে রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হয়। এর পর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন।

Modi 2
শুক্রবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করবেন। পরে মোদি জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মানিত অতিথি হিসেবে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উদ্বোধন করবেন “বঙ্গবন্ধু-বাপু” ডিজিটাল প্রদর্শনী।
করোনি অতিমারির শুরুর আগে ২০১৫ সালে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন নরেন্দ্র মোদী। এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে গেলেন মোদী।

Comments are closed.