রাহুল, সোনিয়ার বিরুদ্ধে ট্যাক্সে কারচুপির অভিযোগ, আয়কর দফতরকে তদন্ত বজায় রাখার নির্দেশ শীর্ষ আদালতের

নয়া অস্বস্তিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সোনিয়া।
কেন্দ্রীয় আয়কর দফতরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, কংগ্রেসের মালিকানাধীন অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের তরফে প্রকাশিত ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকার কর সংক্রান্ত বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। অভিযোগ, ২০১০-১১ অর্থ বর্ষে এজেএল কোনও সমাজসেবামূলক কাজ না করলেও শুধুমাত্র কর প্রদানে ছাড় পেতে মিথ্যে তথ্য জমা দিয়েছিল আয়কর দফতরকে। যেহেতু এই সংস্থার কর্তৃপক্ষ কংগ্রেস, তাই রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর ট্যাক্স সংক্রান্ত ফাইল ফের খতিয়ে দেখতে শুরু করেছিল আই টি বিভাগ।
রাজনৈতিক স্বার্থে আয়কর দফতরকে তাঁদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে মোদী প্রশাসন, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ। আয়কার বিভাগ যাতে তাঁদের ২০১০-১১ সালের ট্যাক্স ফাইল নিয়ে ফের নাড়াচাড়া না করে তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এই তিন কংগ্রেস নেতা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত আই টি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে, রাহুল, সোনিয়ার ২০১০-১১ সালের ট্যাক্স ফাইলের পুণর্মূল্যায়ন চালিয়ে যেতে। তবে কোর্টের নির্দেশ, যেহেতু বিষয়টি বিচারাধীন তাই কোনও চরম সিদ্ধান্ত বিষয়টি নিয়ে নিতে পারবে না আয়কর দফতর।
উল্লেখ্য, এর আগে এই একই ইস্যুতে দিল্লি হাইকোর্টেও আবেদন জানিয়েছিলেন, রাহুল, সোনিয়ারা। সেখানেও খারিজ হয় তাঁদের আবেদন।

Comments are closed.