ছোটদের লক্ষ্মী ছানা থেকে শুরু করে ধারাবাহিক জগতের বিভিন্ন চরিত্রে অভিনয় করে আজও অত্যন্ত জনপ্রিয় অভিনেতা নীল মুখার্জি
রবিবার মানে ছুটির দিন। বাকি অন্যান্য দিনের চেয়ে এই দিনটা সত্যিই অন্যরকম। সারা সপ্তাহের ক্লান্তি, কাজ থেকে রেহাই পেতে প্রত্যেকেই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বিশেষ করে ছোটদের কাছে এই দিনটির গুরুত্ব একেবারে অন্যরকম। সারাবছরা যেমন বড়দের বিনোদনের জন্য তারা সিনেমা সিরিয়াল দেখে থাকেন তেমনই রবিবারও ছোটদের বিনোদন এর জন্য বিভিন্ন শো হয়ে থাকে। সেই রিয়েলিটি শো গুলির মধ্যে কয়েক বছর আগে জনপ্রিয় একটি শো ছিল লক্ষী ছানা। যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা নীল মুখার্জিকে।
এই রিয়েলিটি শো টি ছোটদের জন্য হলেও প্রত্যেকেই এই শো পছন্দ করতেন। আজ থেকে কয়েকবছর আগে এস টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতো এই শো। আকাশ বাংলায় এই রিয়েলিটি শো দেখানো হতো। শোতে প্রতিদিনই ছোট ছোট বাচ্চারা আসতো এবং তাদের সঙ্গে বিভিন্ন গেম শো খেলা হতো। প্রশ্ন উত্তরের পর্ব চলত। এরপরে বাবা-মাদেরও নিয়ে আসা হতো। তাদের আদালতে পেশ করা হতো। সবশেষে বিভিন্ন পুরস্কার দেওয়া হতো কচিকাঁচাদের।
লক্ষ্মী ছানার সঞ্চালক হিসেবে নীল মুখার্জি যেমন সকলের মন জয় করে নিয়েছিলেন ঠিকই কিন্তু তার আরেকটি পরিচয় রয়েছে। বাংলা নাট্য জগতের সৃজন মুখোপাধ্যায় নামে পরিচিত তিনি। নাটকের মঞ্চ থেকে শুরু করে বাংলার রূপলী পর্দায় এমন কি বর্তমানের OTT প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। একাধিক সিনেমায় অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ধারাবাহিকও পার্শ্ব চরিত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা মিলেছে তার। বর্তমানে তাকে দেখা যাচ্ছে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক মৌয়ের বাড়ি ধারাবাহিকে।
এছাড়াও আগামী দিনে তার নতুন ধারাবাহিক আসছে সান বাংলার পর্দায়। ‘আলোর ঠিকানা’ বলে নতুন ধারাবাহিকে দেখা মিলবে নীল মুখার্জির। সেই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দেবাদৃতা বসু এবং অভিনেতা জন ভট্টাচার্যকে। এর আগে জি বাংলার জয়ী ধারাবাহিক এবং স্টার জলসার আলো ছায়া ধারাবাহিককে অভিনয় করেছেন দেবাদৃতা এবং জন ভট্টাচার্যকে শেষ আমরা দেখেছি মিঠাই ধারাবাহিকে ওমির চরিত্রে।
Comments are closed.