সিবিআই-এর মাথায় কে? নতুন ডিরেক্টর বাছতে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির মিটিং আজ

শুক্রবার সন্ধ্যায় চূড়ান্ত হওয়ার কথা সিবিআই-এর নতুন ডিরেক্টরের নাম। এর আগে গত ২৪ শে জানুয়ারি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি একদফা মিটিং করেও নতুন সিবিআই প্রধানের নাম চূড়ান্ত করতে পারেনি। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী, বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ফের মিটিংয়ে বসবেন নতুন সিবিআই প্রধান কে হবেন তা ঠিক করতে।
উল্লেখ্য, ঘুষ কাণ্ড নিয়ে সিবিআই-এর অন্দরে নজিরবিহীন অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে গত অক্টোবর মাসে সংস্থার তৎকালীন ডিরেক্টর অলোক ভার্মা এবং ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানাকে সরিয়ে দিয়েছিল কেন্দ্র। তারপর থেকেই সিবিআই নিয়ে চূড়ান্ত টালবাহানা চলছে। এবার কেন্দ্র কাকে পাকাপাকি সিবিআই প্রধান হিসেবে বেছে নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
সূত্রের খবর, এনআইএ’র ডিজি ওয়াই সি মোদী নয়া সিবিআই প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। পাশাপাশি মধ্য প্রদেশের ডিজি, বিএসএফ-এর ডিজি এবং সিআইএসএফ-এর ডিজিও রয়েছেন দৌড়ে। মোট ১১ জন অফিসারের নামের তালিকা তৈরি হয়েছে, যার মধ্যে থেকে নতুন সিবিআই প্রধান বেছে নেওয়া হবে। এই ১১ জনের মধ্যে বিতর্কিত রাকেশ আস্থানার নাম আছে বলে জানা গিয়েছে।

Comments are closed.