রাজ্যে এসে পৌঁছাল কোভিশিল্ড-এর ৪ লক্ষ ৮০ হাজার ডোজ 

ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকার পর পশ্চিমবঙ্গ সরকার সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটেকে কোভিশিল্ড ভ্যাকসিনের ১৪ লক্ষ ডোজের বরাত দিয়েছিল। সেই মত সোমবার সাড়ে তিন লক্ষ ভ্যাকসিন রাজ্যে এসে পৌঁছেছিল

রাজ্য জুড়ে ভ্যাকসিনের সংকটের আবহে কিছুটা স্বস্তির খবর। বুধবার সিরাম ইনস্টিটিউট থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাল ৪ লক্ষ ৮০ হাজার কোভিশিল্ডের ডোজ। 

ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকার পর পশ্চিমবঙ্গ সরকার সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটেকে কোভিশিল্ড ভ্যাকসিনের ১৪ লক্ষ ডোজের বরাত দিয়েছিল। সেই মত সোমবার সাড়ে তিন লক্ষ ভ্যাকসিন রাজ্যে এসে পৌঁছেছিল। এদিন আরও ৪ লক্ষ ৮০ হাজার ভ্যাকসিন সিরামের থেকে ক্রয় করল রাজ্য সরকার। 

ভ্যাকসিনগুলি  বিমানবন্দর থেকে সরাসরি বাগ বাজার সেন্ট্রাল স্টোরে পৌঁছাবে। সেখান থেকে প্রয়োজন মোতাবেক জেলায় জেলায় সরবরাহ করা হবে।  

করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। অক্সিজেনের পাশাপাশি করোনা ভ্যাকসিনেরও অভাব দেখা দিচ্ছে রাজ্যের একাধিক হাসপাতালে। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকে ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ। বুধবারই বারাসাতের এক হাসপাতালে বহুক্ষণ ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পাওয়ায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। লাইনে দাঁড়ানো লোকজনের মধ্যে হাতহাতি শুরু হয়ে যায়। বহু হাসপাতালেই নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত ভ্যাকসিন থাকায় টিকাকরণ বন্ধ থাকবে। শেষ পাওয়া খবর অনুযায়ী বাগ বাজার সেট্রাল স্টোরেও মাত্র ৮০ হাজার ডোজ মজুত রয়েছে। 

এই পরিস্থিতিতে টিকার নতুন স্টক আসায় রাজ্য জুড়ে ভ্যাকসিন সংকট অনেকটাই মিটবে বলে আশাবাদী স্বাস্থ্য আধিকারিকরা।      

Comments are closed.