শিল্প সহায়ক কোর্স চালু হল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

শিল্প সহায়ক পেশাভিত্তিক কোর্স চালু হল পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাকাউট)। প্রায় ৬০টি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স করার সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।
মাকাউটের ওয়েবসাইট www.makautwb.ac.in–এ গিয়ে প্রবেশিকা পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবেন ছাত্রছাত্রীরা। ফর্ম পূরণের শেষ তারিখ আগামী ৬ ই এপ্রিল। ১২ ই এপ্রিল রয়েছে কমন এন্ট্রান্স টেস্ট। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ওই সমস্ত কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা।
মাকাউটের অধীনে রয়েছে প্রায় দু’শো কলেজ। বিশ্ববিদ্যালয় অনুমোদিত ওই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোর্সগুলি করতে পারবেন পড়ুয়ারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে ক্লাস। প্রযুক্তির মাধ্যমেই বিশ্ববিদ্যালয় বা কলেজের পরিকাঠামোগত কোনও ভুল ধরা পড়লেও দ্রুত তা মেরামতি করার পরামর্শও দেওয়া যাবে। ফলে গোটা প্রক্রিয়াটিই দ্রুততার সঙ্গে হবে বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments are closed.