নবরূপে তৃণমূলের লোগো, শাড়ি থেকে রিস্ট ব্যান্ড, টুপি থেকে মোবাইল কভার, বিপণনে বাজিমাত করার কৌশল ঘাসফুলের
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা এখনও হয়নি। তবে ভোটের প্রচার ময়দানে চমক দিতে তৈরি তৃণমূল। দলের লোগো বদলে ফেলার পাশাপাশি, সেই লোগোকে জনপ্রিয় করার জন্য একগুচ্ছ নিত্যব্যবহার্য জিনিস সাধারণ মানুষের মধ্যে বিলি করার পরিকল্পনা নিল ঘাসফুল শিবির। লোকসভা নির্বাচনের প্রচার কৌশল হিসেবে নয়া লোগো সম্বলিত শাড়ি, টি-শার্ট, টুপি, রিস্ট ব্যান্ড, চায়ের কাপ থেকে মোবাইল কভার, উপহার হিসেবে ভোটারদের হাতে তুলে দেওয়া হবে। উপহারে তৃণমূলের নতুন লোগোর পাশাপাশি থাকবে দলের স্লোগান, ‘তৃণমূল আমার আপনার বাংলার’।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তরুণ ভোটার টানতে সোশ্যাল মিডিয়াকে যেমন ব্যবহার করা হচ্ছে তেমনি আমজনতার মধ্যে দলের নির্বাচনী প্রতীককে পরিচিত ও জনপ্রিয় করে তোলার জন্য এই উপহারগুলি তাঁদের মধ্যে বিলি করা হবে। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, প্রচার সামগ্রীর নতুনত্বে অজিত পাঁজা যে কৌশল নিতেন, ভোটের ফলেও তার প্রতিফলন ঘটত। সেই কৌশলগুলিই আধুনিক মোড়কে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ঘাসফুল শিবিরের। তৃণমূলের দাবি, দলের নতুন লোগো যেমন সোশ্যাল মিডিয়ার দৌলতে দ্রুত ছড়িয়ে পড়ছে, তেমনই এইসব প্রচার সমাগ্রীও আমজনতার মন জয় করবেই।