রাজ্যে লাগু হবে না নতুন মোটর ভেহিকেল আইন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সংশোধিত মোটর ভেহিকেলস আইন রাজ্যে লাগু করা হবে না। বুধবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে প্রচুর গরিব মানুষ আছেন। একটি বাইক বা একটি গাড়িই তাঁদের পেটের ভাত যোগায়। এই অবস্থায় তাঁদের উপর বিশাল অঙ্কের ফাইন হলে, তাঁরা যাবেন কোথায়? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আমি তাঁদের উপর বাড়তি কোনও বোঝা চাপাতে দিতে পারি না, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করে কেন্দ্রীয় সরকার এই আইনে সংশোধন এনেছে। এভাবে একতরফাভাবে আইন সংশোধনেরও বিরোধিতা করেন মমতা। বলেন, শুরু থেকেই এই সংশোধনের বিরোধিতা করে এসেছে তৃণমূল। বর্তমান প্রেক্ষাপটেও সরকারের অবস্থানের কোনও বদল হবে না। এবিষয়ে তিনি সরকারি আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশেই এই নতুন আইনের তীব্র বিরোধিতা চলছে। অভিযোগ, গাড়ি বা বাইকের দামের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে ট্র্যাফিক ফাইন। রাজধানী দিল্লিতেই বাইকের উপর বিপুল ফাইনের বোঝা চাপায়, সেই বাইকটিই পুড়িয়ে দিতে গিয়েছিলেন এক ব্যক্তি। বিশাল অঙ্কের ফাইন নিয়ে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের গোলমাল বেঁধে যেতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। তবে মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দিলেন, এরাজ্যে লাগু হচ্ছে না নতুন আইন।

Comments are closed.