পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ! তবে এখনই চলবে না বড় গাড়ি 

দীর্ঘ অপেক্ষার অবসান। পুজোর মুখেই খুলে যাচ্ছে ৪ লেনের নতুন টালা ব্রিজ। সব ঠিক থাকলে পুজোর চতুর্থীর দিন থেকে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করবে সেতুটি। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

শুক্রবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পূর্ত মন্ত্রী পুলুক রায় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই ফিরহাদ হাকিম জানিয়েছেন, ব্রিজের ভার বহন ক্ষমতার রিপোর্ট হাতে পাওয়ার পরেই ব্রিজের উদ্বোধনের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। তবে নবান্ন সূত্রে খবর, সব ঠিক থাকলে চতুর্থীর দিনই পুজোর উদ্বোধন হবে। তবে ব্রিজ খুলে গেলেও প্রথম ১০ দিন শুধু ছোটো গাড়ি চলবে বলেই খবর। 

২০১৯ সালের অক্টোবর মাসে টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বেরোয়। তখন ব্রিজ ভেঙে ফেলার কথা হয়। এরপর ২০২০-এর ১ ফেব্রুয়ারি থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। আর অবশেষে দু’বছরেরও কিছু বেশি সময় পর নতুন রূপে পথ চলা শুরু করছে টালা ব্রিজ। 

Comments are closed.